ভারতের মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। ভবনের ভেতর আরো অনেকে আটকা পড়েছেন। শনিবার বিকেলে এ ভবন ধসের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ওই ভবনের ধ্বংসাবশেষের ভেতর থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও তিনটি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিচ্ছে। ওই ভবনটিতে বিভিন্ন দোকানপাট ছাড়াও একটি পানশালা ও একটি কারখানা রয়েছে।