মিসরের বরখাস্তকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে ওসামা মুরসির বিরুদ্ধে আদালত, সামরিক বাহিনী এবং পুলিশকে অবমাননার অভিযোগ আনা হয়েছে।
মিসরীয় সংবাদপত্রগুলো সোমবার জানায়, প্রসিকিউটর জেনারেল হিশাম বারাকাত এসব অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
ওসামা মুরসি এবং আল আরাবিয়া নিউজ চ্যানেলের মধ্যে টেলিফোন আলাপের ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়েছে। টেলিফোনে তিনি রাবা স্কয়ারে হত্যাকা-ের জন্য কট্টর ভাষায় পুলিশ ও সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন।
ওসামা তার ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন, যারা তার ফোন কল ফাঁস করেছে, তিনি তাদের বিরুদ্ধে মামলা করবেন। তিনি ‘গোপনীতাহীন মিসর’ নামে একটি সামাজিক মিডিয়া প্রচারণাও চালাবেন বলে জানিয়েছেন। এর কাজ হবে ব্যক্তিগত ফোনে সরকারের আড়িপাতার বিরুদ্ধে প্রচারণা চালানো।
Prev Post