অষ্টম ও শেষবারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বারাক ওবামা বলেছেন, মুসলমানদের অপমান করা ঠিক নয়। আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ওবামা বলেন, “যখন কোনো রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনো মসজিদ ভাঙচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।” তিনি বলেন, “এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল।” মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন। তার বক্তব্যে উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন। মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন ওবামা। আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। ভাষণে তিনি ক্যান্সার চিকিৎসা উদ্ভাবনে যুক্তরাষ্ট্র নতুন উদ্যেগ নেয়ার কথা জানিয়ে বলেন, ‘আমরা যারা আমাদের প্রিয়জনকে এই রোগে হারিয়েছি, যেসব পরিবারকে আমরা এখনো বাঁচাতে পারি তাদের জন্য আসুন আমেরিকাকে ক্যান্সার চিকিৎসার দেশ হিসেবে গড়ে তুলি।’ মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা। কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশি মনযোগী ছিলেন।