মুসলমানদের ভারত ছাড়া করতে অস্ত্র হাতে নিতে বললেন হিন্দু সেনার প্রধান

0

4bk19580bc1cf72hd9_620C350-300x170ভারতের অসমের কাটিগড়ায় মুসলিমদের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ ছড়ালেন হিন্দু সেনার সর্বভারতীয় প্রধান। রোববার অসমের কাটিগড়ায় বিশ্ব শান্তি যজ্ঞ ও ধর্ম সম্মেলন নামক অনুষ্ঠানে হিন্দু সেনার কেন্দ্রীয় প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা ইসলাম ধর্ম এবং মুসলিমদের নিয়ে তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করেন।

আজ (মঙ্গলবার)অসমের বিভিন্ন দৈনিকে প্রকাশ, বিষ্ণু গুপ্তা এ দিন তার বক্তব্যে বিশ্ব হিন্দু সম্প্রদায়কে ভারতে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়ে মুসলিমদের দেশ ছাড়া করতে হাতে অস্ত্র তুলে নিতে হিন্দুদের প্রতি আহ্বান জানান। অসমের এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপিকে বাংলাদেশি বলে কটাক্ষও করেন ওই হিন্দু নেতা।

এর প্রতিবাদে হিন্দু সেনার অসম রাজ্য প্রেসিডেন্ট অনুপম মোহন্ত সোমবার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি বিষ্ণু গুপ্তার বক্তব্যকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়েছেন। কাটিগড়া এবং বরাক উপত্যাকায় দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, সনাতন ধর্ম প্রত্যেক ধর্মকে সম্মান করার শিক্ষা দেয়। কিন্তু তার উল্টোটা করেছেন বিষ্ণু গুপ্তা।

এদিকে, দেশ থেকে মুসলিমদের বিতাড়ন এবং দেশকে হিন্দু রাষ্ট্র করা প্রসঙ্গে বিষ্ণু গুপ্তার মন্তব্য প্রসঙ্গে সাবেক বিধায়ক হাজি সেলিম উদ্দিন বড়ভুঁইয়া হিন্দু সেনাকে আল কায়েদার থেকেও ভয়ঙ্কর বলে অভিহিত করেন। তিনি সোমবার বিকেলে নিজ বাড়িতে এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘শত শত মুসলিম জনগণের ত্যাগের বিনিময়ে ব্রিটিশ শাসন মুক্ত হয় এই দেশ।

দেশের স্বাধীনতার জন্য মুসলিম বীর-পুরুষরা মুখ্য ভূমিকা পালন করেছে। এই দেশ থেকে মুসলিম বিতাড়ন এবং দেশকে হিন্দু রাষ্ট্র গঠনে হিন্দু সেনার সর্বভারতীয় প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তার সাফাই দেয়া খুবই দুর্ভাগ্যজনক। কোনো দিন ভারতকে হিন্দু রাষ্ট্র করা যাবে না।’

এ ধরণের কাল্পনিক, অবান্তর এবং উসকানিমূলক বক্তব্যে দেশ বিভাজনের সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন হাজি সেলিম উদ্দিন বড়ভুঁইয়া। তিনি এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপিকে বাংলাদেশি বলে আখ্যা দেয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এ নিয়ে রাজ্য সরকারকে কট্টরপন্থী ওই হিন্দু নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজেপি’র কট্টরপন্থী নেতারা মুসলিম বিদ্বেষসহ সাম্প্রদায়িক উসকানিমূলক বিবৃতি দিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন সাবেক বিধায়ক হাজি সেলিম উদ্দিন বড়ভুঁইয়া।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More