ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। একইসঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠির নিচে ‘আইসিস’ নামটি লেখা আছে। চিঠিতে গরু কোরবানি নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করা হয়। খবর এনডিটিভি’র। গোয়ার পুলিশ এই চিঠিটি রাজ্যের সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে।
সন্ত্রাসবিরোধী স্কোয়াডেও চিঠিটি পাঠানো হয়েছে তদন্তের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গত সপ্তাহে গোয়ার রাজ্য সচিবালয়ে আসে পোস্টাকার্ডে লেখা এই চিঠিটি। রাজ্যের সব পুলিশ বিভাগ এই বিষয়ে তদন্ত করছে বলে তিনি জানান। তিনি জানান, আমরা খুব দ্রুতই চিঠির উৎস সম্পর্কে জানতে পারবো।