আফ্রিকার সাহারা অঞ্চল থেকে ধুলিঝড় ধেয়ে যাচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকার দিকে। আর এর প্রভাবে সেখানে হতে পারে ‘রক্তবৃষ্টি’ (লাল রঙের বৃষ্টি)।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্যের খাদ্য, কৃষি ও গ্রামীণবিষয়ক বিভাগ (ডিইএফআরএ) দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যভাগে সতর্কতা জারি করেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সাহারা থেকে আসা ধুলোঝড়ের কারণে ব্রিস্টলসহ যুক্তরাজ্যের বেশির ভাগ এলাকায় বিষাক্ত কুয়াশা দেখা দিতে পারে। এর প্রভাবে রক্তবৃষ্টি হতে পারে।
বাতাসে সবুজ খুদে শৈবালের রেণুর কারণে এই লাল রঙের বৃষ্টি বা রক্তবৃষ্টি ঝড়ে। এতে হাঁপানিসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে।
ব্রিস্টল পোস্টের খবরে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে হাঁপানি রোগীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হাঁপানি রোগীদের পরামর্শ ও সহায়তা দানকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক অ্যান্ড্রো প্রক্টর বলেন, ‘বৃহস্পতিবার (আগামীকাল) হাঁপানি রোগীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আমরা এমন ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছি যাতে হাঁপানি বাড়তে পারে । এ সময় বায়ু দূষণ ও আবহাওয়ার পরিবর্তন হবে। তাই লাখ লাখ লোকের হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।’