যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতের নতুন নামকরণ করলেন প্রেসিডেন্ট ওবামা। রবিবার ‘মাউন্ট ম্যাকিনলে’র নাম পরিবর্তন করে ‘মাউন্ট দেনালি’ নাম দেয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আলাস্কায় ঐতিহাসিক সফরের আগে আলাস্কার আথাবাসকান আদিবাসীদের সম্মানে নতুন নামকরণের ঘোষণা দিয়েছেন ওবামা।
আলাস্কার আর্কটিক অঞ্চলে তিনদিন অবস্থান করবেন ওবামা। সেখানে রাজধানী অ্যানকোরেজে আন্তর্জাতিক হিমবাহ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এক শতাব্দী ধরে পর্বতটি ‘মাউন্ট ম্যাকিনলে’ নামে পরিচিত হয়ে আসছিল। তত্কালীন স্বরাষ্ট্রসচিব স্যালি জুয়েল এই নামকরণ করেন। এখন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট নতুন করে ‘মাউন্ট দেনালি’ নামকরণ করলেন।