মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি মহাসড়কে ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। তুষারঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে এবং অর্ধশতাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
ফিলাডেলফিয়ার ১২০ কি.মি. উত্তর-পশ্চিমে লেবানন কাউন্টির কাছে তুষারাবৃত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পেনসিলভানিয়ার জরুরি বিভাগের মুখপাত্র কেরি অ্যানজেল জানান, দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছে এবং আহতাবস্থায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি ৭০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
দুর্ঘটনার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ৩০ মাইল ছিল এবং দৃষ্টিসীমা দুই মাইলের কম ছিল বলে জানানো হয়েছে।
Next Post