[ads1]
অন্যান্য দিনের মতো চিলির স্যান্টিয়াগো চিড়িয়াখানায় সিংহের খাঁচার সামনে ভীড় জমিয়ে ছিলেন দর্শনার্থীরা। হঠাৎই এক ক্ষ্যাপাটে লোক ঢুকে পড়েন সিংহের খাঁচায়। এরপর উলঙ্গ হয়ে আক্রমণের জন্য সিংহগুলোকে প্ররোচিত করতে লাগলেন তিনি।
ওই ব্যক্তির এমন আচরণ দেখে সিংহরাও ছেড়ে কথা বলেনি। এগিয়ে আসে তাকে ছিড়ে টুকরো টুকরো করতে। এক পর্যায়ে ‘আত্মহত্যা’র চেষ্টারত ২০ বছর বয়সী ফ্রাঙ্কো লুইস ফেরাডাকে বাঁচাতে ট্রাঙ্কুলাইজার গান থেকে চেতনানাশক গুলিও ছোড়ে নিরাপত্তারক্ষীরা। কিন্তু গুলিটি লাগে ফ্রাঙ্কোর গলায়।
হিতে বিপরীত এই অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে সিংহগুলোকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে নিরাপত্তারক্ষীরা। গুলির প্রচণ্ড ধাক্কায় লুটিয়ে পড়ে দু’টি সিংহ। কিছুক্ষণ ছটফটের পর একেবারে নিস্তেজ হয়ে খাঁচার ভেতরে পড়ে থাকে দু’টি নিথর দেহ।
আর যার জন্য এই প্রাণী হত্যা তার অবস্থাও গুরুতর। সিংহের আক্রমণে মারাত্মক আহত ফ্রাঙ্কো এখন মরণাপন্ন।
এই মর্মস্পর্শী ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তা এবং নির্দয় আচরণের নিন্দা চলছে সামাজিক মাধ্যমে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিতান্ত বাধ্য হয়েই সিংহ দু’টিকে গুলি করতে হয়েছে।[ads2]