জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যৌন জিহাদে রাজি না হওয়ায় ১৯ নারী বন্দীকে হত্যা করেছে বলে দাবি করেছে কুর্দী সরকার।
ইরাকের একটি সংবাদপত্রে প্রকাশ, ওইসব নারী বন্দীরা ইরাকের মসুলে জঙ্গী গোষ্ঠীদের সঙ্গে অবস্থান করছিলো। জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে, আইএস জঙ্গিরা সবচেয়ে বেশি যৌন দাসী কেনা বেচা করে।
জয়নব বাঙ্গুরা নামের এক মহিলা বন্দী জানায়, একজন মহিলাকে পাঁচ থেকে সাত জন ক্রেতা ক্রয় করে। মাঝে মাঝে পছন্দের দাসী কেনাবেচা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে তারা। তিনি আরও জানান, বন্দীশালায় আইএসের যোদ্ধারা নারীদের অমানুষিক নির্যাতন করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক উর্ধ্বতন কর্মকর্তা জানায়, আইএস গত এক বছরে বহু নারীদের জিহাদের কথা বলে বন্দী করে যৌন দাসী হতে বাধ্য করেছে। এদের মধ্য থেকে অল্প কিছুজন প্রাণে বাঁচতে পেরেছিলো ।