ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা আগামী গ্রীষ্মের মধ্যে প্রত্যাহার করার বিষয়ে সমর্থন জানিয়েছে ফ্রান্স। রোববার মস্কো সফরে গিয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ইমানুয়্যেল ম্যাকরন বলেন, ইউক্রেন বিষয়ে ‘মিনস্ক শান্তি’ চুক্তি বাস্তবায়িত হওয়ায় আগামী গ্রীষ্মের মধ্যে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি।
গত বছরের ফেব্রুয়ারিতে বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিতে বলা হয়েছে- দু’পক্ষই মুখোমুখি অবস্থান থেকে ভারি অস্ত্র সরিয়ে নেবে এবং পরিপূর্ণভাবে যুদ্ধবিরতি পালন করবে।
এই চুক্তির পর ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অনেকখানি কমে গেছে। ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ইউক্রেনে এখন পর্যন্ত ৯ হাজার জনের বেশি লোক নিহত হয়েছে।
এর আগে সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনীতি ফোরাম’এ দেয়া বক্তৃতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, মিনস্কে স্বাক্ষরিত হওয়া চুক্তির সকল দিক পূরণ করা হলে মস্কোর উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। মিনস্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার ব্যাপারটি আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হবে বলে মন্তব্য করেন কেরি।