লন্ডনে মুসলিম কমিউনিটির সাথে সাক্ষাতের সময় ‘হিজাবে’ আবৃত হলেন কেট মিডলটন

0

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে লন্ডনের হেইস মুসলিম সেন্টারে একটি দাতব্য ক্যাম্প চালু করা হয়েছে। সম্প্রতি ওই ক্যাম্প পরিদর্শন করেছেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন মিডলটন। এ সময় প্রিন্সেস মিডলটন মুসলিম নারীদের মতো নিজেকে হিজাব সৌন্দর্যে আবৃত করেন।বৃহস্পতিবার ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষেয়ে সংবাদ প্রকাশ করেছে।

পত্রিকাগুলো বলছে- লন্ডনের মুসলিম সেন্টার পরিদর্শনকালে প্রিন্স ও প্রিন্সেস তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়ই মুসলিমদের সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে প্রিন্সেস ওড়না পেঁচিয়ে ‘হিজাব’ পরিধান করেন।কালো পাড়ের ওই ওড়নাটি পরিধানের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রিন্সেস এখন আলোচনার কেন্দ্রে। অনলাইনে সক্রিয় পাকিস্তানিরা দাবি করছেন- প্রিন্সেস যে ওড়নাটি মাথায় জড়িয়েছেন, ওটা তাদের দেশ থেকে নেয়া।

 

২০১৯ সালে প্রিন্সেস মিডলটন যখন পাকিস্তান সফর করেন, তখন তিনি যে ‘টু-পিচ’ পরিধান করেছিলেন- এই ওড়নাটি সেই পোশাকেরই অংশ। পোশাকটির ডিজাইন করেছিলেন পাকিস্তানে নামী ডিজাইনার ইলান।সূত্র : ডেইলি জং

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More