পাকিস্তানের লাহোরের ইকবাল টাউনের গুলশান-ই-ইকবাল পার্কে বোমা বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন। রোববার সন্ধ্যায় চালানো এই বোমা হামলায় আরো শতাধিক আহত হয়েছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পত্রিকাটি।
ইকবাল টাউনের পুলিশ কর্মকর্তা ড. মুহাম্মদ ইকবাল জানান, শিশুদের পার্কটিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে, যেখানে অধিকাংশ দর্শণার্থীই ছিল নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কটির সর্বত্রই রক্তের গঙ্গা বইয়ে গেছে এবং ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ পড়ে আছে। আহতদেরকে রিকশা ও ট্যাক্সিতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইস্টার সানডের কারণে সেখানে আজকের ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি ছিল। হামলার সময় পার্কটিতে নিরাপত্তাবাহিনীর কোন সদস্য উপস্থিত ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হামলার পর শহরের সকল হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে।
Next Post