লোকসভার দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে

0

pollinglokshobha-311x186ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের ছয়টি আসনে এ ভোট গ্রহণ শুরু হয়।

নাগাল্যান্ড ও মনিপুরের একটি করে আসনে এবং অরুণাচল ও মেঘালয়ের দু’টি করে আসনে এ ভোট গ্রহণ চলছে।

তবে মিজোরামে ভোটগ্রহণ পিছিয়ে যায়। উদ্বাস্তু ব্রু সম্প্রদায়কে ভোটের সুযোগ দেওয়া নিয়ে রাজ্যজুড়ে বনধ চলছে। এ ঘটনায় ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

১১ এপ্রিল মিজোরামে ভোট নেওয়া হবে।

অরুণাচল প্রদেশের পূর্ব ও পশ্চিম এই দুটি লোকসভা আসনেও লড়াই বহুমুখী। আসন দুটিতে কংগ্রেস, বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছে তৃণমূলও।

এছাড়া বুধবার অরুণাচল প্রদেশের বিধানসভার ৬০টি আসনের ৪৯টিতেও ভোটগ্রহণ হচ্ছে।

বুধবার দ্বিতীয় দফা নির্বাচনের পর ১০ এপ্রিল তৃতীয় দফায় ১৪টি রাজ্যের ৯২টি আসনের ভোটগ্রহণসম্পন্ন হবে।

১২ এপ্রিল চতুর্থ দফায় তিনটি রাজ্যের পাঁচটি আসনের ভোটগ্রহণ করা হবে।

১৭ এপ্রিল পঞ্চম দফায় সর্বোচ্চ সংখ্যক আসনের ভোট হবে। এদিন১৩টি রাজ্যের মোট ১২২টি আসনের ভোট গ্রহণ করা হবে।

২৪ এপ্রিল ষষ্ঠ দফায় ১২টি রাজ্যের ১১৭টি আসনের ভোট নেওয়া হবে।

৩০ এপ্রিল সপ্তম দফার ভোট গ্রহণ হবে। ওই দিন নয়টি রাজ্যের ৮৯টি আসনের ভোট হবে।

৭ মে অষ্টম দফায় সাতটি রাজ্যের ৬৪টি আসনে নির্বাচন হবে।

১২ মে সর্বশেষ নবম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনটি রাজ্যের ৪১টি আসনের ভোটগ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি হবে ভারতের লোকসভা নির্বাচন।

১৬ মে ভোট গণনা হবে। এবং ফলাফল ঘোষণা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More