ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে তালেবান। এক ভিডিও বার্তায় এ হুমকি দেন পাকিস্তানের ঊর্ধ্বতন তালেবান কমান্ডার উমর মনসুর।
তিনি বলেন, “এখন আমরা ক্যান্টনমেন্টে সেনা হত্যা করব না। পার্লামেন্টে রাজনীতিবিদ হত্যা করব না। আদালতে আইনজীবী হত্যা করব না, বরং যে স্থান থেকে তারা গড়ে ওঠে, যেটা তাদের ভিত্তি, সেই স্থান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা চালাব।”
উমর মনসুর বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সরকার এবং সেনাবাহিনীতে যোগ দেয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এ জন্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে হামলার লক্ষ্য করা হয়েছে।
ওই ভিডিওতে গুলি চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেছে তরুণ বয়সের চার হামলাকারীকেও।
উল্লেখ্য, বুধবার সকালে পাকিস্তানের চরসাদ্দা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এতে অন্তত ২১ জন নিহত হয়। এর পরপরই তেহরিক ই-তালেবান পাকিস্তানের (টিটিপি)কমান্ডার উমর মনসুর হামলার দায় স্বীকার করে।
Next Post