জঙ্গি গোষ্ঠী আইএসআইএল একাধিক শিশুকে নৃশংসভাবে হত্যার পর তাদের মাংস রান্না করে একই শিশুদের মায়েদের খাইয়েছে।
সিনজার অঞ্চলের ‘বিজি সিদু কাসেম’ নামের একজন ইজাদি বৃদ্ধা শরণার্থী আইএসআইএল-এর সন্ত্রাসীদের হাতে বন্দী হওয়ার পর সম্প্রতি মুক্তি পেয়ে এই লোমহর্ষক নৃশংস ঘটনার কথা জানান।
তিনি বলেন, আমাদেরকে মাংসযুক্ত খাবার খেতে দেওয়া হয়। অসুস্থতার কারণে আমি সে মাংস খেতে পারিনি। কিন্তু অন্য নারীরা ওই মাংসযুক্ত খাবার খেয়েছেন।
‘বিজি সিদু কাসেম’ বলেন, ওই মহিলারা আইএসআইএল-এর দেওয়া ওই খাবার খাওয়ার পর নিজ শিশু সন্তানদের দেখতে চান এবং সন্তানদেরকে তাদের কাছে পাঠাতে অনুরোধ করেন যাতে তাদেরকে পাশে রেখে খাওয়াতে পারেন। কিন্তু সন্ত্রাসী আইএসআইএল-এর কর্মীরা তাদের জানান, তোমরা এতক্ষণ তাদেরকেই খেয়েছ!
ওই ইজাদি বৃদ্ধা আরও জানান, আইএসআইএল-এর এক জঙ্গি তার মোবাইলে ওই শিশুদের জবাই করার ও তাদেরকে টুকরো টুকরো করে রান্না করার দৃশ্য ওই নারীদের দেখান।
আইএসআইএল ইজাদি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে তাদের বহু পুরুষকে হত্যা এবং নারীদের ধর্ষণ করেছে। বহু ইজাদি নারী ও শিশুকে বন্দী করার পর তাদের বিক্রিও করেছে বা যৌন-দাসী করেছে।