সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমনে বাংলাদেশের সঙ্গে ভারত যৌথভাবে কাজ করবে। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের জয়পুরে একটি সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে এ মুহূর্তে সেখানে সফর করছেন শাহরিয়ার আলম। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সহিংস চরমপন্থা ও সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করতে নিজেদের দৃঢ়প্রতিজ্ঞার কথা জানান সুষমা স্বরাজ। বৈঠকের বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই নেতা দেশ দুটির মধ্যকার যোগাযোগ, উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ টেনে সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সব পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনা সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবে ভারত। মূল সংবাদ দেখতে উপরের ছবিতে ক্লিক করুন বৈঠকে গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সই হওয়া বিভিন্ন চুক্তি বাস্তবায়নের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শাহরিয়ার আলম ও সুষমা স্বরাজ। এ ছাড়া বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে যেন ভারতের ভিসা পাওয়া সহজ হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলেও শাহরিয়ার আলমকে জানান সুষমা স্বরাজ। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি ভাষায় অনুবাদের বিষয়ে নেওয়া পদক্ষেপের কথাও জানান তিনি।