দখল করা ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যেক ফিলিস্তিনিকে আটক নয়, বরং তাদেরকে একে একে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের একজন ধর্মীয় নেতা বা রাবাই। শ্যামুয়েল ইলিয়াহু নামের ওই রাবাই ফিলিস্তিন ভূখণ্ডের কাউকে জীবিত ছেড়ে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন।
ফিলিস্তিন নিউজ নেটওয়ার্ক জানায়, ইহুদি রাবাই শ্যামুয়েল ইলিয়াহু সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনিদেরকে আটক না করে বরং তাদেরকে হত্যা করা উচিত। ইসরাইলি সেনারা যেনো কাউকেউ জীবিত ছেড়ে না দেয়।
রাবাই ইলিয়াহু ইসরায়েলের সাফেদ শহরের প্রধান ধর্মীয় গুরু। এর আগেও তিনি আরব এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। পাশাপাশি ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের শত্রু হিসেবে আখ্যায়িত করে তাদেরকে নির্মূল এবং ধ্বংস করার আহ্বান জানিয়েছিলেন।
২০০৭ সালে ‘জেরুজালেম পোস্ট’ নামে একটি পত্রিকায় ইলিয়াহুর একটি মন্তব্য ছাপা হয়। সেখানে তিনি বলেন, ১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করার পর তারা নিবৃত্ত না হলে ১,০০০ জনকে হত্যা করা হবে। এরপরও তারা নিবৃত্ত না হলে ১০,০০০ জনকে হত্যা করতে হবে। তারপরও যদি তারা না থামে তাহলে এক লাখ কিংবা এক মিলিয়ন ফিলিস্তিনিকে হত্যা করতে হবে।