ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে গবীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। উদ্বেগ জানিয়ে তিনি বলেন, গত এক মাসের মধ্যে রাজনৈতিক সহিংসতায় অর্ধশতাধিক প্রাণহানি, কয়েকশ’ লোকের বীভৎসভাবে আহত হওয়ার ঘটনায় আমি স্তম্ভিত। একইসঙ্গে এসব সহিংস ঘটনার আশু তদন্ত প্রতিবেদন চেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বৃটিশ হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবার্ট গিবসন এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে গিবসন বলেন, এ সহিংসতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিরূপ প্রভাব পড়ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় আটজনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে সকল পক্ষকে এ ধরনের সহিংসতা ঘটানো বা এতে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার।
তিনি বলেন, যুক্তরাজ্য বরাবরের মতো এবারও উভয় পক্ষকে সহনশীলতার পরিচয় ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে এ সহিংসতা নিরসনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।