হেগ: ধ্বংস করার জন্য সিরিয়ার প্রায় অর্ধেক রাসায়নিক অস্ত্র দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (ওপিসিডব্লিউ)।
বৃহস্পতিবার ওপিসিডব্লিউর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া সমুদ্রবন্দর থেকে ধ্বংসের জন্য ৪৫ দশমিক ৬ শতাংশ রাসায়নিক অস্ত্র অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ওপিসিডব্লিউর বরাত দিয়ে বিবিসি জানায়, গত সপ্তাহে ভূমধ্যসাগরে জাহাজে তোলা হয় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের আরো দুটি কার্গো।
জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ মিশন ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন এই নিষিদ্ধকরণ তদারক করছে।
২০১৩ সালে রাশিয়া ও আমেরিকার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে সিরিয়া তার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে রাজি হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে বাকি আছে আর মাত্র কয়েক মাস সময়।
এর আগে, সব রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেয়ার অনুরোধ জানায় সিরিয়া।
জাতিসংঘ ও ওপিসিডব্লিউ এর যৌথ মিশন জানায়, লাটাকিয়ার জাহাজে সর্বশেষ দুটো কার্গোতে ২৯ দশমিক পাঁচ শতাংশ সবচেয়ে বিপজ্জনক রাসায়নিক অস্ত্র ‘প্রায়োরিটি ১’ সরিয়ে নেয়া হয়েছে এবং ‘প্রায়োরিটি ২’ অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে ৮২ দশমিক ৬ শতাংশ।
ভয়ংকর ‘সালফার মাসটার্ডসহ’ সিরিয়া থেকে এ পর্যকন্ত সর্বমোট ১০টি রাসায়নিক অস্ত্রের চালান দেশটির বাইরে নেয়া হয়েছে।
ওপিসিডব্লিউ জানায়, দেশটি থেকে ভয়ঙ্কর ‘সালফার মাসটার্ডের’ সব মজুদ ধ্বংস করা হয়েছে। সূত্র: বিবিসি।