ক্রমশই জটিল হয়ে উঠছে সিরিয়া ইস্যু। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হয়ে সৌদি আরব ও তুরস্ক সিরিয়ার ক্ষমতা থেকে স্বৈরশাসক বাশার আল আসাদকে সরাতে চায়। অন্যদিকে রাশিয়া আসাদকে রেখেই রাজনৈতিক সমাধানের পক্ষে চাপ প্রয়োগ করছে।
এ অবস্থায় সিরিয়া ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বের ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নিয়েছেন।
ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন।
পরে দুই রাষ্ট্রনায়কের কথোপকথন সিরিয়া ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে ‘একটি ইতিবাচক মূল্যায়ন দিয়েছে’ বলে এতে জানানো হয়।
ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ঐক্যবদ্ধ সন্ত্রাসবিরোধী জোটের সহায়তায় সিরিয়ায় অভিযান চালানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
দুই বিশ্ব নেতাই সিরিয়া সংকট সমাধানে কূটনৈতিক সংস্থার মাধ্যমে সহযোগিতা সক্রিয় করার বিষয়ে একমত হন।
এর আগে চলতি সপ্তাহে মস্কোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সৌদি ও তুরস্কের সেনা অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে রোববার ইউরো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির একমাত্র বৈধ ক্ষমতার অধিকারী। শক্তি প্রয়োগে তাকে উৎখাতে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।’
তিনি আরো বলেন, ‘তাকে পছন্দ করেন অথবা না করেন, তাকে রেখেই সমাস্যার সমাধানে কাজ করতে হবে। নয়তো মধ্যপ্রাচ্যের অন্য বিশৃঙ্খল দেশের পরিণতিই বরণ করতে হবে সিরিয়াকে।’
Next Post