সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

0

accidentসৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত ও আরো তিন সদস্য আহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশটির জিজান প্রদেশের আল কাদরা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়। নিহতেরা হলেন, যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগ্নে সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ (১৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলামসহ একই পরিবারের আরো ৩ জন। আহতদের আল গুয়াইয়া হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা ওমরাহ পালন শেষে মক্কা থেকে তাদের কর্মস্থল রিয়াদে ফিরছিলেন। পথে মক্কা-রিয়াদ সড়কের একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ৪ জন। নিহতদের লাশ আল খাঁচরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More