ঢাকা: স্কটল্যান্ডের গ্লাসগো শহরে উড়ছে ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনের প্রতি সমর্থনের উদ্দেশ্যে শহরটির সিটি কাউন্সিলের ওপরে পতাকাটি ওড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
গ্লাসগো সিটি কাউন্সিলের প্রধান সাডি ডোচার্টি জানান, ফিলিস্তিনের মানুষদের সঙ্গে একাত্মতা পোষণ করার জন্যই পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পতাকা ওড়ানো ছাড়াও ইসরায়েলের বেথেলহাম শহরের মেয়র ভেরা বেবুনের উদ্দেশ্যে একটি চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে তিনি ফিলিস্তিনিদের প্রতি গ্লাসগোর সমর্থনের বিষয়টি উল্লেখ করেন।
অবশ্য এ ঘটনায় বেশ চটেছে শহরটির ইহুদি সম্প্রদায়। শহরটির ইহুদি অধিবাসী পল মোরোন বলেন, এটা একটা বাজে ধরনের রাজনীতি। গত ৮ জুলাই থেকে গাজার ওপর হামলা শুরু করে ইসরায়েল। এসব হামলায় পর্যন্ত কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। ক্রমাগত বোমা হামলায় গাজার অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।