স্থায়ী মিশন এখন কি বলবে?

0

Policeজাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মানবজমিন-এ প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশন। বলেছে রিপোর্টটি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। কাউসার মুমিনের রিপোর্টটি ছিল তথ্যনির্ভর। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক ই-মেইল বার্তায় জানান, হ্যায় মি. কাউসার, এটা ছিল ফটোসেশন মাত্র। রেকর্ডভুক্ত কিছু না। কাউসার মুমিন জানতে চেয়েছিলেন মহাসচিবের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে। এর বিস্তারিত পাওয়া যাবে কিনা? এর জবাবেই ফারহান হক এই তথ্য দেন। এখানেই শেষ নয়, জাতিসংঘের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সিনিয়র অফিসার হোজে ল্যুইজ ডিয়াজ অপর এক ই-মেইল বার্তায় এটা নিশ্চিত  করেন যে, মহাসচিবের সঙ্গে সাক্ষাৎটি ছিল আলোকচিত্র তোলার সুযোগ সংবলিত একটি সাক্ষাৎ। সেখানে কোন বিবৃতি পাঠ করা হয়নি। ই-মেইল বার্তাটি ছিল-

Dear Mr. Mumin, this is to confirm that the meeting between the Secretary-General was a short courtesy meeting, with a photo opportunity. There was no readout. Thank you,
Jose Luis Diaz
Senior Officer
Strategic Communications and Public Affairs
United Nations Department of Political Affairs
Office of the Under-Secretary-General

প্রথম সচিব মামুনুর রশীদ স্বাক্ষরিত স্থায়ী মিশনের প্রতিবাদ পত্রে রিপোর্ট সম্পর্কে বলা হয়, জাতিসংঘের তরফে অহেতুক পত্রিকাকে কোন কথা বলার প্রশ্নই আসে না। আশা করি বাংলাদেশ মিশন কর্মকর্তারা  এখন বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হবেন। বুঝতে পারবেন মানবজমিন বিভ্রান্তি ছড়ানোর জন্য কোন রিপোর্ট করেনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More