আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ছাড়াতে গিয়ে থানায় গণধর্ষিত হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের একটি পুলিশস্টেশনে এক নারী চার পুলিশ কর্মকর্তার হাতে গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিত নারী জানিয়েছেন, গত সোমবার রাতে রাজ্যের হামিরপুর জেলার একটি পুলিশ স্টেশনে তার স্বামীকে ছাড়াতে যান তিনি। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর পরই তাকে ধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ করেন ওই ধর্ষিতা। ওই নারীর মামলার পর এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়েছেন। উত্তর প্রদেশে ধর্ষণ ও হত্যার ঘটনা ভারতজুড়ে চরম নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বুধবার লোকসভায় ভাষণে ধর্ষণ নিয়ে রাজনীতি না করতে রাজনীতিবিদদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-নিউজ বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। অন্যান্য যৌন নির্যাতনের সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশে প্রতিদিন গড়ে অন্তত ১০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। সূত্র : জি-নিউজ