তানজানিয়ায় বন্যপ্রাণী শিকার প্রতিরোধী অভিযানে নিয়োজিত এক পাইলট হাতি শিকারীদের গুলিতে মারা গেছেন। দেশটির একজন সাংসদ ও একটি সংরক্ষণ সংগঠন শনিবার এ কথা জানায়।
নিহত রজার গাওয়ার তানজানিয়া বন্যপ্রাণী কর্তৃপক্ষের হয়ে কাজ করতেন। শুক্রবার হাতি শিকারীরা তার হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন বলে জানান টেক্সাস ভিত্তিক অলাভজনক সংস্থা ফ্রাইডকিন কনজারভেশন ফান্ডের চেয়ারম্যান ড্যান ফ্রাইডকিন। তিনি বলেন, আমাদের প্রিয় বন্ধুর মৃত্যুতে আমরা দারুণভাবে মর্মাহত।
গুলি লাগার পরও গাওয়ার হেলিকপ্টারটি ভূমিতে নামাতে সমর্থ হন। তবে তাকে উদ্ধারের আগেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানান দেশটির সাবেক পর্যটনমন্ত্রী লাজেরো নায়ালান্দু। তিনি বেশ কয়েকবার গাওয়ারের হেলিকপ্টারেও চড়েছিলেন।
একটি হাতির শিকারীদের খোঁজার জন্য সেনাদলকে সাহায্য করছিলেন গাওয়ার। কিন্তু তার হেলিকপ্টার লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালায় শিকারীরা।
Next Post