গতরাতের খবর “শেষ হাসিনার পাশে থাকার ইঙ্গিত বিজেপির” কিন্তু আজ ভারতীয় জাতীয় গণমাধ্যমে আসেনি এই খবর। বিবিসি সহ বেস কিছু অনলাইন পোর্টালে খবরটি দেখা গেলেও বিবিসির নিউজ টিভিতে বিষয়টি নেই, নেই ইংরেজি ভার্সন অনলাইন পোর্টালেও। তবে কিভাবে এই খবরটি প্রকাশ করলো বাংলাদেশীও অনলাইন পোর্টাল গুলো, নাকি সম্পূর্ণ ভুয়া নিউজ এটি? বিবিসি যদি সত্যি এই খবর ছাপিয়ে থাকে তাহলে ভারতীয় গণমাধ্যম কিভাবে এই খবর মিস করলো? আর কেনই বা ইউরোপীয় ইউনিয়ন মেম্বারের বাসায় গেলেন সুরঞ্জিতসেন গুপ্ত সহ আওয়ামীলীগের সিনিয়র নেতারা? সর্বোপরি সকলে এই খবরের সত্যতার অপেক্ষায়!