সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফেডারেল রেকর্ড আইন ভঙ্গের অভিযোগ উঠেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।গত সোমবার নিউইয়র্ক টাইমসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী এবং চার বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিলারি তার অফিসের সব কার্যক্রম ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে চালিয়েছেন। ২০১৩ সালে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে বিদায় নেয়া হিলারি ক্লিনটন সমপ্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে ৫৫ হাজার পৃষ্ঠার ই-মেইল বার্তা হস্তান্তর করেন। ফেডারেল আইন অনুযায়ী, ফেডারেল কর্মকর্তাদের লিখিত কিংবা গৃহীত চিঠি ও ই-মেইলের সবকিছু সরকারি রেকর্ডের আওতায় পড়ে এবং সেটা অবশ্যই রাখতে হবে। পত্রিকাটি জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, কেবল জরুরি কাজে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত ই-মেইলে যোগাযোগ করতে পারেন।
হিলারি ক্লিনটনের এক মুখপাত্র জানিয়েছেন, হিলারি আইনকে শ্রদ্ধা করেন। হিলারি আশা করেন, তার ই-মেইল বার্তা সরকারি রেকর্ডে স্থান পাবে। তবে হিলারি কেন সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সেই বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মুখপাত্র। এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ জানিয়েছেন, গত বছর ডিপার্টমেন্টের রেকর্ড রুমকে সমৃদ্ধি করতে প্রতিনিধিদের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে কোন রেকর্ড থাকলে তা ডিপার্টমেন্টের কাছে উপস্থাপন করতে বলা হয়। আমাদের অনুরোধের প্রেক্ষিতেই তিনি সেগুলো উপস্থাপন করেছেন, এক বিবৃতিতে জানান ম্যারি হার্ফ।