পশ্চিম তীর ও জেরুসালেমে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। ইসরাইলি পুলিশ ও নিরাপত্তা বাহিনী দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা তাদের উপর হামলা করেছিল যদিও তাদের কেউই আহত হয়নি।
রোববার বিকেলে জেরুসালেমের দামেস্ক গেটের কাছে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।
এর আগে, পশ্চিম তীরের জেনিন এলাকায় দুই ফিলিস্তিনি ইসরাইলি যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়ে। নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা গুলি ছোড়ে বলে দাবি ইসরাইলিদের। জবাবে পাল্টা গুলি চালালে মারা যায় দুই ফিলিস্তিনি। যদিও ওই ঘটনায় কোন ইসরাইলি আহত হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুজনের নাম নিহাদ ও ফুয়াদ। দুজনেরই বয়স ১৫ বছর।
এদিকে, জেরুসালেমের বাইরে পশ্চিত তীরের নিরাপত্তা চেকপয়েন্টে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনাদের দাবি, ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা করেছিল। এই ঘটনাতেও কোন ইসরাইলি আহত হয়নি। ১৭ বছর বয়সী ওই যুবকের নাম সাফি বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
অন্যদিকে, সন্ধ্যায় পশ্চিম তীরের হেবরন শহরের একটি চেকপয়েন্টে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনী তরুণীকে গুলি করে ইসরাইলি সেনারা। গুরুতর আহত ওই তরুণীর নাম লুবা সামরি।