ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে ৭০ হাজার বাংলাদেশি শ্রমিকের খোঁজ পাচ্ছেনা দেশটির সরকার। এসব শ্রমিক কর্মস্থল ছাড়লেও তাদের বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানেন না। বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে ওমান সরকারের একটি প্রতিনিধি দল এ তথ্য জানান। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওমানের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি কাজ ছেড়ে গেছেন। তবে কেন গেছে তার কারণ তারা জানাতে পারে নাই।’ কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা জানালেও এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কতদিন সময়ের মধ্যে তারা ‘লাপাত্তা’ হয়েছেন- সে তথ্যও পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন’ কমিটিকে ওমানে পাঠানো হবে বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কাজ নিয়ে ওমানে গেছেন।