পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য মহান অাল্লাহ রাব্বুল আলামীন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমেই সমাজে কল্যাণ, শান্তি, নিরাপত্তা ও স্থীতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। সুতরাং প্রতিটি ছাত্রের কাছে ইসলামের সুমহান অাদর্শ তুলে ধরাই আমাদের কর্তব্য, সে দায়িত্ব পালনে সকলকে আহবান জানান ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল মু আতিকুর রহমান। বরিশাল বিভাগের কলেজ দায়িত্বশীল সমাবেশ’১৫ তে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক মু নুরুল হক, আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী সেক্রেটারী মুহাঃ কামরুল হাসান, ভোলা শহর শাখার সভাপতি রুহুল আমিন, আল মামুন, আবু জাফর, কাওসার হোসেন, মাহফুজুর রহমান, সাকলাইন মোস্তাক, মো হাসনাইন, আব্দদুল জলিল ও ওমর আল আমিন সহ নেতৃবৃন্দ।