এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে ছাত্রশিবির। ফলাফল ঘোষনার পরপরই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার তার অফিসিয়াল পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তাৎক্ষনিকভাবে কৃতিদেরকে অভিনন্দন জানান এবং দেশগড়ায় তাদেরকে এগিয়ে আসার আহবান জানান। তার দেয়া ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলঃ
এইচএসিস ও আলিম পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তির্ণ ছাত্র-ছাত্রী ভাই বোনেরা, আসসালামু অালাইকুম। তোমাদের অভিনন্দন ও একরাশ ফুলেল শুভেচ্ছে। তোমাদের সাফল্যের জন্য তোমরা ও তোমাদের পরিবার যেমন পুলকিত ঠিক আমরাও। কারণ অাজকের এ সাফল্যের সিড়িই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার হৃদয়ের মনি কোঠায় লালিত স্বপ্নের ঠিকানায়। যে স্বপ্ন তোমাদের পরিবারের, আমাদের এমনকি সমগ্র জাতির। তোমাদের মাঝেই লুকিয়ে অাছে আমাদের সে কাঙ্খিত স্বপ্নের মানুষ গুলো, যারা এদেশের হত দরিদ্র মানুষগুলোর ভাগ্যের পরিবর্তনে ভূমিকা রাখবে। শোষন বঞ্চনাহীন সমাজ গঠনে সত্য ও ন্যায়ের তরে নেতৃত্ব দিবে । সমগ্র জাতির একটাই প্রত্যাশা- যোগ্যতার পাশাপাশি তোমরা সততা অজর্ন করবে এবং দেশকে অনাচার -অবিচার, বৈষম্য ও দুর্ণিতি মূক্ত করবে।
পরিশেষে তোমাদের কাঙ্খিত বিদ্যাপিঠে ভর্তি হয়ে উজ্বল ভবিষ্যৎ গঠন করবে, এই ফরিয়াদ অাল্লাহর দরবারে করছি।
প্রেস রিলিজ