ঢাকা: আসন্ন দর্গাপূজায় পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার আহবান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে সামনে রেখে কোন মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে।
আজ রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোক আবহমানকাল থেকে পাশাপাশি সুখ-শান্তিতে বসবাস করে আসছে। এদেশের জনগণ ধার্মিক, কিন্তু অসাম্প্রদায়িক। শতশত বছর যাবত চলে আসা আমাদের সাম্প্রদায়িক-সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা সরকার এবং দেশবাসীর কর্তব্য।
তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এখানে সকলেই যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারে তার ব্যবস্থা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারেরই দায়িত্ব। একইভাবে দেশের সকল সচেতন নাগরিকদেরও এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে যাতে স্বার্থান্বেষী মহল কোন ধরনের অঘটন ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।