য়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর জামে মসজিদ থেকে পুলিশ তাদের আটক করে। আজ শনিবার বেলা ১১টার দিকে বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারায় মামলা দায়ের করার পর তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে উপজেলার কালিদাসপুর জামে মসজিদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৫), তোফাজ্জেল হোসেনের ছেলে জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম (২৬), কুরবান আলীর ছেলে জাকির হোসেন (২০), ডাউকি গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে শিবির নেতা আব্দুস সামাদ (১৯), সাধু মুন্সীর ছেলে বকুল (২৫), ওমর আলীর ছেলে নাসির উদ্দীন (২২), ভাদুয়া গ্রামের আলতাফ উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন (১৮), গোবিন্দপুর গ্রামের আরমান আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৪) এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বেশিনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০)।
Prev Post
Next Post