অবসরে যাওয়া বিচারপতিদের রায় লেখা প্রসঙ্গে বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার দেয়া বক্তব্য অবিলম্বে কার্যকর করার আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান আজ এক বিবৃতিতে বলেন, বর্তমান প্রধান বিচারপতির বক্তব্যে জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে, অবসরে গিয়ে বিচারপতিদের মামলার রায় লেখা আইন ও সংবিধানের পরিপন্থী। এতে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, ত্রয়োদশ সংশোধনীসহ গুরুত্বপূর্ণ যেসব রায় বিচারপতিরা অবসরে গিয়ে প্রদান করেছেন সেসব বিষয়ে আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন। তাহলে আইনের শাসন আরেক ধাপ উন্নতির পথে এগিয়ে যাবে এবং দেশ বিদ্যমান গভীর সঙ্কেট থেকে রক্ষা পাবে।
জামায়াতের এ নেতা বলেন, বর্তমান প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেয়া রায় আইন সঙ্গত নয়। দেশের জনগণ দেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা দেখতে চায় এবং বর্তমান প্রধান বিচারপতির বক্তব্যের আশু বাস্তবায়ন চায়। অন্যথায় আইন ও সংবিধান লঙ্ঘনের সব দায়-দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে বহন করতে হবে। বিজ্ঞপ্তি।