চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আবারও চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার তৃতীয় দফার ৮১ উপজেলার নির্বাচনে ৭৮টির ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান পদে ৮ জন বিজয়ের পাশাপাশি
ভাইস-চেয়ারম্যান পদে ২৩ টি ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৫ টি আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জামায়াত সমর্থিত পুরুষ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যেসব উপজেলায়: দামুরহুদা (চুয়াডাঙা), বাবুগঞ্জ (বরিশাল), সেনবাগ (নোয়াখালী), আদিতমারী (লালমনিরহাট), সদর (কুড়িগ্রাম), গোদাগাড়ী (রাজশাহী), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), বুড়িচং (কুমিল্লা), হরিপুর (ঠাকুরগাও), পাইকগাছা (খুলনা), আক্কেলপুর (জয়পুরহাট), কমলনগর (লক্ষিপুর), নবাবগঞ্জ (দিনাজপুর), শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ), চাপাই, মণিরামপুর (যশোর), চারঘাট (রাজশাহী),
বিজয়ী মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন যেসব উপজেলায় তার মধ্যে রয়েছে: মংলা (বাগেরহাট), পাইকগাছা (খুলনা), দক্ষিণসুরমা (সিলেট), চাপাইনবাবগঞ্জ।
উল্লেখ্য, এর আগে দুই দফা উপজেলা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফায় মাত্র ২৬টি উপজেলায় প্রার্থী দিয়ে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১৩ জন চেয়ারম্যান ২৩ জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিজয়ী হয়েছেন।
অপরদিকে, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে ৮জন চেয়ারম্যানসহ ৩৫জন ভাইস-চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সবমিলিয়ে তিন দফা উপজেলা নির্বাচনে জামায়াতের ২৯জন চেয়ারম্যানসহ ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৮১ জন এবং ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন।