ঢাকা: বিদ্যুতের মূল্য ৬.৯৬ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ উপায়ে সফল করার জন্যও জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, সরকার বিদ্যুতের মূল্য ৬.৯৬ শতাংশ বৃদ্ধি করার যে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে- তাতে দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকান্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সরকারের এ সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পূর্বে গণশুনানির নামে জনগণের সাথে তামাসা করা হয়েছে। গণশুনানিতে কেউ বিদ্যুতের মূল্য বৃদ্ধির কথা বলেননি। অথচ সরকার সেসব মতামতকে অগ্রাহ্য করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সব প্রকার পণ্যের উৎপাদন খরচ বাড়বে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো এক দফা বৃদ্ধি পাবে। বিদ্যুৎ খরচ ও বাড়ি ভাড়া বাড়বে। ফলে জনগণের দুর্ভোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।