চট্টগ্রাম সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র শিবির সভাপতি রিদুয়ানুল হক জিসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহদ্দারহাট খাজা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ মোহাম্মদ শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি রিদুয়ানুল হক জিসানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে চকবাজার থানায় নাশকতার অভিযোগে ৪টি মামলা রয়েছে।
জিসানের বাড়ি কক্সবাজার জেলার বিডিআর ক্যাম্প চৌধুরী পাড়া এলাকায়। মহসিন কলেজে ছাত্রলীগের অবস্থান ও পুলিশের তল্লাসির পর থেকে পলাতক ছিল জিসান।