গাইবান্ধা : মানবসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা (সাইনিং পারসোনালিটি) এওয়ার্ড-২০১৪ পেয়েছেন গাইবান্ধা জেলার মোঃ আব্দুল করিম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমীতে ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
আব্দুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বড় ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক মুজাহিদ মাসুম। উল্লেখ্য, উক্ত আব্দুল করিম আসন্ন উপজেলা নির্বাচন গাইবান্ধা সদরের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিচারপতি শিকদার মুকবুল হকের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধ’ স্বাধীনতা, মানবাধিকার প্রেক্ষিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিচারপতি জয়নুল আবেদীন।