ঢাকা: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ২০ দলীয় জোট আয়োজিত মানবন্ধনে সরব উপস্থিতি ছিল জামায়াত ও শিবির নেতাকর্মিদের। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে খণ্ডখণ্ড মিছিল করেন তারা।
মঙ্গলবার বেলা ১১টায় দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত বিস্তৃত ছিল লোক সমাগম। সড়কের আইল্যাণ্ড জুড়ে অবস্থান নেন জামায়াত-শিবির কর্মিরা। তারা নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান, যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
শিবিরের আন্তার্জাতিক মানববাধিকার সম্পাদক শাহ মাহফুজুল হক বাংলামেইলকে বলেন, ‘আমরা সরকারকে জানাতে চাই, তারা যেভাবে হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন করছে তাতে দেশের গণতন্ত্র টিকতে পারে না। দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে।’
Prev Post