দেশব্যাপি গণগ্রেফতার,ক্রশফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা ও অংশগ্রহনমূলক নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ শহর জামায়াত।
আজ শনিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ জেলা সহকারী সেক্রেটারি মাও. মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে মিছিলটি শহরের নতুন বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউন্ডারি রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার,শহর কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, হায়দার করীম, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, উত্তর সভাপতি আব্দুল বারি প্রমুখ।