৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমদ খানের নেতৃত্বে র্যালিটি বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে নর্দ্দা বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শাহিন আহমদ খান বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ৬ জন ছাত্র কর্তৃক প্রতিষ্ঠিত ছাত্রশিবির আজ ৬ হাজার নয় ৬ লক্ষ নয় ৬ নিযুত ছাত্রের বিশাল সংগঠনে পরিণত হয়েছে। জালিমের কোনো জুলুম-নির্যাতনই এই সংগঠনের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারেনি, আর পারবেও না। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তিনি শিবিরের পক্ষ থেকে সকল দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। র্যালিতে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান জারিফ, সেক্রেটারি জে. মাহমুদ, অফিস সম্পাদক আজিজুল ইসলাম সজিব ও অর্থ সম্পাদক জাকের হোসাইন উপস্থিত ছিলেন।