রোববারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি যে কোনো মূল্যে সফল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করে ২৯ তারিখের কর্মসূচি বানচাল করা যাবে না। নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি যে কোনো মূল্যে সফল করা হবে।’
বিবৃতিতে বলা হয়, “আওয়ামী লীগ নেতারা লাঠি নিয়ে কর্মীদের রাস্তায় নামার ডাক দিয়েছে। যেখানেই বিরোধী দলের লোকজন দেখা যাবে, সেখানেই প্রতিহত করার নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের এই ঘোষণা উস্কানিমূলক, আক্রমণাত্মক ও অগণতান্ত্রিক। মানুষ হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞের জন্য আওয়ামী লীগকে একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে।”
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, “২৯ তারিখের মার্চ ফর ডেমোক্রেসি ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচিতে কোনো ধরনের বাধা, হামলা ও নৈরাজ্য সৃষ্টি করা হলে জনগণ গণতান্ত্রিক উপায়ে তার সমুচিত জবাব দেবে।”
সরকার সারাদেশে গনগ্রেপ্তার চলছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।