হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব সুজাতা সিং ‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল নির্বাচিত হলে জামায়াত শিবিরসহ মৌলবাদী শক্তির উত্থান হবে’ বলে মন্তব্য করেন।
বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই বক্তব্যের প্রতিবাদ জানান।
শফিকুর রহমান বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের নিকট থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করি। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশ সফরে এসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাৎকালে ‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল নির্বাচিত হলে জামায়াত-শিবিরসহ মৌলবাদী শক্তির উত্থান হবে’ মর্মে যে বক্তব্য রেখেছেন তাতে বাংলাদেশের জনগণ বিস্মিত হয়েছে।’
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। কোন দল নির্বাচিত হবে বা হবেনা, তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। এটা বাংলাদেশের জনগনের গণতান্ত্রিক অধিকার।’
জামায়াতের উত্থান ঠেকানোর জন্য ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য বাংলাদেশের মানুষের ইচ্ছা, আকাঙ্খা, পছন্দ ও গণতান্ত্রিক অধিকারের প্রতি নির্লজ্জ হস্তক্ষেপের শামিল বলেও জানান তিনি।