এছাড়া, রাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, সাইফুল চেয়ারম্যান ফোন করে তার বাড়িতে হামলার ঘটনাটি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাতেই কার্যকর খবর-এমন খবরের প্রতিবাদে জামায়াত-শিবির নেতাকর্মীরা শাহজাদপুর কৈজুড়ী বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় পাচিল বাসস্ট্যান্ড এলাকা হয়ে চর কৈজুড়ী গ্রামে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালান মিছিলকারীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।