মেয়েরা সেক্স ভালবাসে যেমন সত্য, তেমনি সত্য পুরুষেরা সর্ম্পকের শুরুতেই চায় সেক্স। যা মেয়েরা শুরুতে চায় না। একটা গবেষণা দেখা যায়, প্রাথমিক ভাবে মেয়েদের সেক্সের চিন্তা- চেতনা ভালবাসা এবং প্রতিজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু সম্প্রতি নুতন ভাবে আবিস্কৃত হল পুরুষের মত মেয়েরাও শুরুতেই সেক্সের প্রতি আগ্রহী হয়ে পরছে। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে, সেক্স কেন মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ? অনেকে ধারনা করেন, এটা মনের চিন্তা এবং চাপ কমায়। অনেকে মনে করেন, এটা শারীরিক ব্যাপার। সূত্র- টাইস অব ইন্ডিয়া। মুক্ত চিন্তার লেখিকা অপেকসা মিত্রর মতে, সেক্স দুজনের সম্পর্কের মধ্যে আলাদা অর্থ বহন করে যা শারীরিক এবং মানসিক ভাবে নিকটে রাখতে সাহায্যে করে। সেক্স ব্যাপারটা হল সুসর্ম্পক গড়ে তোলা। কিন্তু মনে রাখতে হবে, মন যখন অনুভুতি জাগাবে তখনই এটার কার্যকারিতা অনুভব হবে। কিন্তু মহিলাদের সেক্সের মূল কারন কি? এই ধাঁধাঁ দূর করার চেষ্টা করেছেন আমেরিকান দুই লেখক ক্যানডি মিডস্টন এবং ডেবিড বুছ তাদের হোয়াই উইমেন হ্যাব সেক্স’ গ্রন্থে। মজার বিষয় হলো যে, ভিন্ন ধারার এই দুই মনোবিজ্ঞানী আবিস্কার করেছেন, মহিলাদের সেক্স শুধুমাত্র ভালবাসা বা আনন্দ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সত্যিকারের সেক্স একটা পরিচ্ছন্ন অনুভুতির জন্ম দেয়। মনের চাপ বা একাকিত্ব দূড় করে। মাথা ব্যাথার মত বিরক্তিকর জ্বালাও প্রশমন করে। সাংবাদিক রিতা ডিসুজা যার বিয়ের বয়স ২ বছর, তিনি বলেন, সারাদিনের কাজের শেষে সেক্স মহিলাদের দুই ভাবে উপকার করে। এটা চিন্তামুক্ত করে এবং সুস্থ্য চিন্তায় সাহায্যে করে। তাই সুখী বৈবাহিক জীবন গড়তে সাহায্যে করার পাশাপাশি আপনার সঙ্গীকে আনন্দ দিয়ে একটা মজবুত বন্ধনে আবদ্ব করবে। তিনি আরও বলেন অনেকের ধারানা পুরুষদের সেক্স করার প্রবনতা মেয়েদের চেয়ে বেশি, এটা টিন এজেরে ছেলেদের বেলায় বলা যেতে পারে। মেয়েরা সেক্স উপভোগ করে ৩০ বছরের কাছাকাছি সময়ে। ওই গবেষণায় বিশ্বের ১০০৬ জন মহিলাদের মধ্যে জরিপ চালিয়ে তাদরে সেক্স করার ২৩৭ কারন পাওয়া গেছে। এরমধ্যে প্রধান কারণ গুলো হলো- ১) নারী মনে করেন, এটা আধ্যাত্বিক উপলব্ধি এবং এর মাধ্যমে ঈশ্বরের সানিধ্যে যাওয়ার পথ। ২) এটা চিন্তা কমায়, মাথব্যাথা প্রশমনকারী এবং দেহের লাবন্যতা ধরে রাখে। ৩) অন্য এক জন মনে করেন, একাকীত্ব দূর করার জন্য সেক্স করি। কারন এটা যুদ্ধ করার চেয়ে ভাল এবং এটার মাধ্যমে আমি কিছু অর্জনকেরতে পারি। ৪) আরেক নারী ব্যাখ্যা, এর ফলে তার স্বামী ভাল খাবার, উপহার কিনে দেন এবং স্বামীর অসংযত জীবন যাপন উপভোগ করতে পারেন। ৫) কিন্তু অনেকে মনে করেন সেক্স সাংসারিক জীবন ধারায় শান্তি এবং বন্ধন তৈরি করে। মোদ্দা কথা হলো- একজন বিবাহিত মহিলা সেক্স দ্বারা তার সঙ্গীকে কাছে ধরে রাখে। সেক্স ছাড়া ভালবাসা অথবা ভালবাসা ছাড়া সেক্স সম্ভয় নয়।