রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ড্রেনে পড়ে যাওয়া ছয় বছরের শিশু নীরব মারা গেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুড়িগঙা নদীর স্লুইসগেট থেকে নীরবকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ মুহূর্তে হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে।
শিশুটির উদ্ধার তৎপরতা দেখতে হাজারো মানুষ ভিড় করে পালপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামপুর ইউনিয়নের পালপাড়ায় কারখানার বর্জ্যের ড্রেনে পড়ে যায় শিশুটি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধার করে।
নীরবের মা অভিযোগ করেন, রাতুল নামের একটি ছেলে নীরবকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেয়। সে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গভীর এ ড্রেনের সঙ্গে বুড়িগঙ্গার সরাসরি সংযোগ রয়েছে। ফলে নীরব ড্রেনে পড়ে সে স্রোতের তোড়ে বুড়িগঙ্গার স্লুইসগেটে চলে যায়।