আমরা অনেকেই আছি নিজেকে সারাক্ষণ ব্যর্থ আর অসুখী মনে করি। এসব ভেবে ভেবে হতাশ হয়ে পড়ি, একলা কষ্ট পেতে পেতে বিষণ্ণতায় ভুগতে শুরু করি। কিন্তু আসলেই কি আপনি একজন ব্যর্থ মানুষ? কিংবা সুখ মানে কী? সফল হওয়া কিংবা সুখে থাকা মানেই কি কোটি কোটি টাকা থাকা? আবার অনেকে অন্যের কথা শুনে, বা অন্যের সাথে নিজেকে তুলনা করেও অসুখী হয়ে থাকেন, নিজেকে ব্যর্থ মনে করে থাকেন যা একেবারেই ঠিক নয়।
নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হয়, অসুখী মনে হয়? কিংবা অন্যরা আপনাকে ব্যর্থ মনে করে? মিলিয়ে দেখুন ২০টি পয়েন্ট। যদি এগুলোর অর্ধেকের অস্তিত্বও আপনার জীবনে থেকে থাকে বা আপনি অর্জন করে থাকেন, তাহলে আপনি কোনভাবেই একজন ব্যর্থ মানুষ নন। লোকে যাই বলুক না কেন, মাথা উঁচু করে বাঁচুন।
১) আপনি নিজে এতটা উপার্জন করেন যে নিজের টাকায় নিজে চলতে পারেন। জীবন ধারণের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না আপনাকে।
২) নিজের পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো। পরিবারের সাথে কোন তিক্ততা নেই।
৩) এক বেলা খেয়ে পরের বেলার খাবারের জন্য আপনাকে চিন্তা করতে হয় না যে সেটা কোথা থেকে আসবে।
৪) আপনি শিক্ষিত এবং নিজের গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
৫) জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনার কাছে সময় আছে নিজের জন্য ব্যয় করার।
৬) প্রতিমাসের খরচ শেষে আপনি খানিকটা সঞ্চয়ও করতে পারেন।
৭) নিজের শখ গুলো নিজেই পূরণ করার মত অর্থ ও সক্ষমতা আপনার আছে।
৮) আপনার কয়েকজন সত্যিকারের বন্ধু আছে।
৯) আপনি কেবল বেঁচে থাকার জন্য খান না, খাবারকে উপভোগ করে খাওয়া কিংবা নিজের পছন্দসই খাবার খাওয়ার বিলাসিতা করার সুযোগটি আপনার আছে। (যা এই পৃথিবীর বিপুল সংখ্যক মানুষের নেই)
১০) আপনি নিজের পছন্দ মত পোশাক কেনার ও পড়ার সামর্থ্য রাখেন।
১১) আপনার একটি জব আছে। কাজটি আপনি পছন্দও করেন।
১২) নিজের বাড়িতে বিদ্যুৎ ও ইলেক্ট্রিসিটি ব্যবহার করার সুযোগ আপনার আছে।
১৩) নিজের জীবনের সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারেন, অন্যের কথায় জীবন চালাতে হয় না আপনাকে।
১৪) আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখেন, ভবিষ্যতের পরিকল্পনা আছে আপনার।
১৫) জীবনে আছে খুব একান্ত একজন প্রিয়জন। ভালোবাসার স্বাদ জীবনে পেয়েছেন আপনি।
১৬) জীবনে যথেষ্ট উত্থানপতন আপনি দেখেছেন এবং এখনো টিকে আছেন।
১৭) নিজেকে ভালোই লাগে আপনার, লোকে যাই বলুক না কেন।
১৮) আপনার মাথা গোঁজার মত একটি ঠাই আছে। আপনি গৃহহীন নন কিংবা অন্যের বাড়িতে আশ্রিত নন।
১৯) জীবনে এমন কিছু আত্মীয়, বন্ধু, আপন মানুষ আছে যারা যে কোন বিপদে আপনার পাশে এসে দাঁড়াবেন।
২০) আপনি শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারেন।