বিয়ের পোশাকের দাম ২২০ কোটি টাকা মাত্র!

0

king abdullah daughter weddingসৌদি অধিপতির মেয়ের বিয়ে বলে কথা। খরচের বিলাসিতা যেকোনো মাত্রা ছাড়াবে, এমনই হওয়ার কথা। দেশ-বিদেশের দামি অতিথিরা আসবেন, তাঁদের বিত্তের বৈভবটা ভালোমতো না দেখালে কী আর চলে! এ কারণেই বিয়ের পোশাকের দামটা একটু বেশি। কত, শুনবেন? মাত্র ২২০ কোটি টাকা।

ইন্ডিয়া টাইমসের খবরে জানা গেল, এ বিয়ের খরচাপাতি আগা থেকে গোড়া পর্যন্তই একটু ‘বেশি বেশি’। শুনলে মাথা ঘুরপাক খাবে সবারই। যেখানে যান, যেদিকে তাকান কেবলই স্বর্ণের আবরণ, জিনিসপত্র সবই যেন পারলে স্বর্ণে মোড়ানো। কাজেই বিয়ের পোশাকটা একটু আলাদা তো হতেই হবে। আর তাতে যে স্বর্ণের আবরণ কি প্রাচুর্য থাকবে, তা তো বলার অপেক্ষা রাখে না। হয়েছে তেমনটাই, খরচে কার্পণ্য করেননি সৌদি রাজ আবদুল্লাহ। বিয়ের এই পোশাক বানাতে খরচ পড়েছে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, বাংলাদেশি টাকায় যার মূল্যমান প্রায় ২২০ কোটি টাকা।

যে পোশাকের এমন দাম, তার আকার-আকৃতি তো একটু বড় হবেই। ঐতিহ্যবাহী ছাঁটে বানানো এই পোশাক আকারে বেশ বড়ই। বর-কনের বসার জায়গার অনেকটাই দখল করে রেখেছে এই রাজকীয় পোশাক!‍

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More