সকল উৎসবে-ঋতুতে ফ্যাশন হাউস রঙ -এর নতুন আয়োজন থাকে। সামনে আমাদের অন্যতম উৎসব দূর্গাপূজা, শরৎকালে হয় বলে এটি শারদীয় দূর্গাপূজা নামে পরিচিত। এবারের পূজার আয়োজনে রঙ এনেছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তা ও টি-শার্ট। দূর্গাকে নিয়ে বিভিন্ন শ্লোকের মোটিফ নান্দনিকভাবে ব্যবহার করা ডিজাইনের অনুসঙ্গ হিসেবে।
দৃষ্টিনন্দন এক্সক্লুসিভ এন্ডি, এন্ডি সিল্ক, সিল্ক, জামদানী, মসলিন, রেশমী কটন, ডুপিয়ান ও সুতি কাপড় দিয়ে পোশাকগুলো তৈরি হয়েছে। ব্লক, স্প্রে, টাই-ডাই, স্কিন-প্রিন্ট, এ্যাপলিক, হাতের ভরাট কাজ এবং লেস, চুমকি বিভিন্ন সিকোয়েন্স এর কাজ করা হয়েছে পোশাকে। রং বৈচিত্র্যে লাল, কমলা, সাদা রং এর কম্বিনেশন ব্যবহৃত হয়েছে পূজার সম্ভারে।
প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙ এ রয়েছে গিফট্ ভাউচার। যেকোনো শোরুম থেকে ৫০০ থেকে ৫০০০ টাকা মূল্যের এই ভাউচার দিয়ে কেনা যাবে পছন্দের পণ্য।